Jumadal Ula 1429 || May 2008

রহমত আলী - কুমিল্লা

১২৮৫. Question

আমাদের মসজিদে মাইক নেই। তাই জুমআর দিন যারা বারান্দায় থাকে তারা ইমাম সাহেবের খুতবা শুনতে পায় না। এক্ষেত্রে যদি তারা যিকির, তেলাওয়াত, তাসবীহ ইত্যাদি পড়ে তাহলে এতে কোনো সমস্যা আছে?

Answer

খুতবা শোনা যাক বা না যাক উভয় অবস্থায় খুতবা চলাকালীন সমবেত মুসল্লীদের চুপ থাকা ওয়াজিব। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে খুতবা শুনা না গেলেও সকল প্রকার কথাবার্তা এমনকি যিকির, তেলাওয়াত, তাসবীহ তাহলীল ইত্যাদি পড়া থেকেও বিরত থাকতে হবে।

-ফাতহুল কাদীর ২/২৮; ফাতাওয়া হিন্দিয়া ১/১৪৭; ফাতাওয়া খানিয়া ১/১৮১; রদ্দুল মুহতার ২/১৫৯

Read more Question/Answer of this issue