Jumadal Ula 1429 || May 2008

মুহা. আকরাম হুসাইন - কালিগঞ্জ, ঝিনাইদহ

১২৮৩. Question

মাসবুক ব্যক্তি যখন তার ছুটে যাওয়া রাকাত আদায় করার জন্য দাঁড়াবে তখন কি তাকে ছানা পড়তে হবে? যদি নামায শুরু করার সময় ছানা পড়ে থাকে তবেও কি পরবর্তীতে পড়তে হবে?

Answer

হাঁ, মাসবুকের জন্য সর্বাবস্থায় ছুটে যাওয়া রাকাত আদায়ের শুরুতে ছানা পড়া মুস্তাহাব। নামায শুরুর সময় যদি ছানা পড়ে থাকে তবুও পরবর্তীতে ছানা পড়া মুস্তাহাব।

-শরহুল মুনিয়্যা ৩০৪; ফাতাওয়া তাতারখানিয়া ১/৫৫৮; আদ্দুররুল মুখতার ১/৫৯৬

Read more Question/Answer of this issue