Jumadal Ula 1429 || May 2008

মাওলানা আব্দুল গনী - ঢাকা

১২৮১. Question

আমি ঢাকার এক মাদরাসায় জালালাইন জামাতে পড়াশুনা করি। আমার বড় ভাই বিয়ে করার পর আমাদের যৌথ সংসার থেকে পৃথক হয়ে গিয়েছে। সে একটি ইন্সুরেন্স কোম্পানীতে চাকুরি করে। এ চাকুরি ব্যতীত তার ইনকামের দ্বিতীয় কোনো ব্যবস্থা নেই। আমার পড়ালেখার খরচের জন্য মাঝে মধ্যে সে আমাকে টাকা-পয়সা দেয়। এখন আমার জানার বিষয় হল, তার এ দেওয়া টাকা-পয়সা গ্রহণ করা আমার জন্য জায়েয হবে কি না?

Answer

প্রচলিত ইন্সুরেন্সে সুদসহ আরো বেশ কিছু শরীয়ত পরিপন্থী বিষয় রয়েছে। এ ধরনের কোম্পানিতে চাকুরি করা না জায়েয এবং উপার্জিত অর্থ হারাম। সুতরাং প্রশ্নের বর্ণনা মতে যেহেতু আপনার ভাইয়ের উক্ত চাকুরি ব্যতীত উপার্জনের দ্বিতীয় কোনো পথ নেই। তাই তাঁর প্রদেয় টাকা গ্রহণ করা আপনার জন্য জায়েয হবে না।

-ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৪২; ফাতাওয়া খানিয়া ৩/৪০০; আল মুহীতুল বুরহানী ৮/৭৩; ফাতাওয়া বাযযাযিয়া ৬/৩৬০

Read more Question/Answer of this issue