Jumadal Ula 1429 || May 2008

নাঈমুর রহমান - ঢাকা

১২৮০. Question

মুদারিব পুঁজির যোগানদাতার সাথে এই মর্মে চুক্তিতে আবদ্ধ হয়েছে যে, পুঁজির মালিক তাকে লাভের সুনির্ধারিত অংশ ব্যতীত মাসিক ১০০০ টাকা করে দিবে।

এক্ষেত্রে আমি জানতে ইচ্ছুক মুদারিবের জন্য পুঁজির মালিক থেকে লভ্যাংশের সুনির্ধারিত অংশ ব্যতীত অতিরিক্ত কিছু শর্তের ভিত্তিতে নেওয়া জায়েয আছে কি না?

Answer

মুদারিবের জন্য কোনো নির্দিষ্ট  অংক পারিশ্রমিক হিসাবে ধার্য করা জায়েয নেই।

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে মাসিক ১০০০ টাকা নেওয়া তার জন্য জায়েয হবে না এবং এ শর্তটি বাতিল বলে গণ্য হবে। এক্ষেত্রে মুদারিবের জন্য লাভের হার বেশি করে পুনঃ ধার্য করা যেতে পারে।

-ফাতাওয়া হিন্দিয়া ৪/২৮৭; আল মুহীতুল বুরহানী ১৮/১২৭; বাদায়েউস সানায়ে ৫/১১৯; ফাতাওয়া বাযযাযিয়া ৬/৭৭

Read more Question/Answer of this issue