মুহাম্মদ মোখতার হুসাইন -
১২৭৭. Question
জনৈক ইমাম সাহেব ফজরের নামায শেষ করে ঘড়ির দিকে তাকিয়ে দেখেন পাঁচ মিনিট হয়ে গেছে সূর্য উঠছে । ইমাম সাহেব মুসুল্লীদেরকে বসিয়ে রেখে সূর্য ওঠা শেষ হলে দ্বিতীয় বার জামাতের সাথে নামায আদায় করেন এবং কেরাত চুপেচুপে পাঠ করেন, অপর এক ব্যক্তি বলে উঠল আপনাদের নামায হয়নি নামায আবার পড়তে হবে। কেননা ফজরের নামাযে কেরাত শুনিয়ে পড়া ওয়াজিব।
ইমাম সাহেব মুসুল্লীদেরকে নিয়ে তৃতীয় বার জামাতের সাথে জোরে কিরাতের সাথে নামায আদায় করেন। এখন আমার জানার বিষয় হল যে-
১. জামাতের সাথে নামায চলাকালীন সূর্য উঠে গেলে পুনরায় জামাতের সাথে নামায আদায় করতে পারবে কিনা?
২. জামাত করতে পারলে কিরাআত উচ্চস্বরে পড়বে নাকি আস্তে, আর উল্লেখিত নামাযের হুকুম কী? বিস্তারিত জানালে খুশি হব।
Answer
ঐ দিনের প্রথম নামাযটি সূর্যাদয়ের কারণে সহীহ হয়নি। আর দ্বিতীয়বার জামাতের সাথে আদায়কৃত ফজরের কাযা নামাযে কিরাত নিম্ন স্বরে পড়ার কারণে সেটিও যথাযথভাবে আদায় হয়নি। তাই উক্ত নামায পুনরায় পড়ে নেয়া ঠিকই হয়েছে।
-সহীহ বুখারী ১/৮৩; সহীহ মুসলিম ১/২৮৬ ও ১/২৩৮; বাদায়েউস সানায়ে ১/৩২৯; সুনানে আবু দাউদ ১/৬২; ফাতাওয়া হিন্দিয়া ১/১২১; আল বাহরুর রায়েক ১/৩৩৫