Jumadal Ula 1429 || May 2008

হাসান তারেক - চট্টগ্রাম

১২৭৫. Question

বিতর নামাযে ভুলে দোয়ায়ে কুনুত ছেড়ে দেওয়ার কারণে আমার উপর সিজদায়ে সাহু ওয়াজিব হয়েছে। কিন্তু আমি ভুলে সিজদায় সাহু আদায় করিনি। এখন আমার নামায কি হয়ে যাবে? নাকি পুনরায় পড়তে হবে?

Answer

সিজদা সাহু ওয়াজিব হওয়ার পর ভুলে বা ইচ্ছাকৃত সিজদা সাহু না করে থাকলে ঐ নামায পুনরায় পড়ে নেয়া আবশ্যক। তাই প্রশ্নোক্ত বিতর নামাযটিও পুনরায় আদায় করে নিতে হবে।

-হিদায়া ১/১৪৩; ফাতহুল কাদীর ১/৩০৮; মারাকিল ফালাহ ১৩৮; আদ্দুররুল মুখতার ২/৬৩

Read more Question/Answer of this issue