Jumadal Ula 1429 || May 2008

আব্দুল্লাহ আফফান - ফেনী

১২৭৪. Question

আমাদের এলাকায় কিছু লোকের নিকট পানি সেচার মেশিন আছে। তারা মানুষের পুকুরের পানি এই চুক্তিতে সেচে  দেয় যে, তারা পুকুরের পানি সেচে মাছ ধরে দিবে। পুকুরের মালিকের কোনো কাজ করতে হবে না। এর বিনিময়ে তারা অর্ধেক মাছ নিয়ে যাবে। আর বাকি অর্ধেক মাছ পুকুরের মালিক পাবে। এক্ষেত্রে পুকুরে মাছ বেশি পাওয়া গেলে তারা লাভবান হয়। আবার কখনো মাছ কম থাকলে তাদের লোকসান হয়। অবশ্য লোকসান খুব কমই হয়। কারণ তারা পুকুরের পানি দেখলে বুঝতে পারে যে, পুকুরে কী পরিমাণ মাছ থাকতে পারে? এখন প্রশ্ন হল, এ ধরনের কারবার শরীয়তের দৃষ্টিতে বৈধ কি না?

Answer

না, এ ধরনের চুক্তি শরীয়তে জায়েয নেই। কেননা এতে পারিশ্রমিকের পরিমাণ অজানা। শরীয়তের দৃষ্টিতে পারিশ্রমিক চুক্তির সময়ই নির্ধারিত ও চূড়ান্ত হওয়া জরুরী। যেন কাজ শেষে পরস্পরে মনোমালিন্য না হয় এবং কেউ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও না থাকে। তাই এক্ষেত্রে সঠিক পদ্ধতি হল, মেশিনের মালিক পানি সেচ করা  এবং মাছ ধরে দেওয়ার বিনিময়ে কী পারিশ্রমিক নিবে তা পূর্বেই সুনির্ধারিত হতে হবে। সে যদি টাকা নেয় তাহলে টাকার পরিমাণ, আর অন্য কিছু নিতে চাইলে তার ধরন ও পরিমাণ নির্দিষ্ট করে নিতে হবে।

-মুসান্নাফ আবদুর রাযযাক ৮/২৩৫; বাদায়েউস সানায়ে ৪/৪৭; আদ্দুররুল মুখতার ৬/৪৬; শরহুল মাজাল্লা ২/৫৩৮

Read more Question/Answer of this issue