Jumadal Ula 1429 || May 2008

আব্দুল কাইয়ূম - ঢাকা

১২৭৩. Question

আমাদের মসজিদে এক ব্যক্তি কিছু কার্পেট দান করেন। কিন্তু তাতে মসজিদের মেঝের কিছু অংশ খালি থেকে যায়। পরবর্তীতে আরেক ব্যক্তি আরো কিছু কার্পেট দেন। তাতে কিছু কার্পেট অতিরিক্ত হয়ে যায়। এখন আমরা চাচ্ছি এ অতিরিক্ত কার্পেটগুলো পার্শ্ববর্তী একটি মসজিদে দিয়ে দিতে, যে মসজিদের আয়ের ব্যবস্থা নেই বললেই চলে। প্রশ্ন হল, আমাদের এ দান সহীহ হবে কি?

Answer

প্রশ্নের বর্ণনা অনুযায়ী ঐ অতিরিক্ত কার্পেট যদি মসজিদের কোনো প্রয়োজনে না আসে, তবে পার্শ্ববর্তী যে মসজিদের প্রয়োজন রয়েছে সেখানে তা দিয়ে দেওয়া জায়েয হবে।

-আলমাবসূত ১২/৪২; কিতাবুল ইসআফ ফী আহকামিল আওকাফ ৭৭; ফাতহুল কাদীর ৫/৪৪৬; রদ্দুল মুহতার ৪/৩৫৯

Read more Question/Answer of this issue