Safar 1432 || January 2011

মুহাম্মাদ জাবের আবদুল্লাহ - বগুড়া

২১১০. Question

মনে মনে তালাক দিলে কি তালাক হয়ে যাবে?

Answer

মুখে উচ্চারণ না করে শুধু মনে মনে তালাক দিলে তা কার্যকর হয় না। তালাক কার্যকর হওয়ার জন্য লিখা বা মুখে উচ্চারণ করা জরুরি।

সহীহ মুসলিম ১/৭৮; আদ্দুররুল মুখতার ৩/২৩০; বাদায়েউস সানায়ে ৩/১৫৭

Read more Question/Answer of this issue