Jumadal Ula 1429 || May 2008

আব্দুর রহমান - ঢাকা

১২৭১. Question

আজকাল অনেক পত্রিকায় কুইজের আসর নামে জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করতে দেখা যায়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে ধাঁধাঁ বা কুইজের উত্তরগুলো লিখে পত্রিকা অফিসে পাঠাতে হয়। সঠিক উত্তর প্রদানকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে কয়েকজনকে নির্বাচিত করে পুরস্কার প্রদান করা হয়। এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ভিন্ন কোনো ফি দিতে হয় না। এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা এবং এতে অংশগ্রহণ করা জায়েয আছে কি না? জানিয়ে কৃতজ্ঞ করবেন।

Answer

প্রতিযোগীদের থেকে ফরমের খরচ মূল্যের অতিরিক্ত কোনো ফি না নিয়ে বৈধ জ্ঞানচর্চার উদ্দেশ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা জায়েয। এতে অংশগ্রহণ করাও বৈধ। প্রতিযোগিতার সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে কয়েকজনকে নির্বাচন করে তাদেরকে পুরস্কৃত করা জায়েয এবং বিজীয়দের জন্য এ পুরস্কার গ্রহণ করাও বৈধ।

আহকামুল কুরআন (থানভী) ৪/১১; তাফসীরে কুরতুবী ১৫/১২৫-১২৮; বুহুস ফী কাযায়া ফিকহিয়্যা মুআসারা ২/২২৯

Read more Question/Answer of this issue