Jumadal Ula 1429 || May 2008

উম্মে তামীম - বাসাবো, ঢাকা

১২৭০. Question

শুনেছি আযানের জবাব দেওয়া সুন্নত। তাই নিয়মিত আযানের জবাব দিয়ে আসছি। গতকাল এক লোক বলল, হায়েয অবস্থায় আযানের জবাব দেওয়া যাবে না। উক্ত মাসআলার শরয়ী সমাধানের আবেদন করছি।

Answer

লোকটির ঐ কথা ঠিক নয়। হায়েয অবস্থায়ও আযানের মৌখিক জবাব দেওয়ার অবকাশ আছে।

-উমদাতুল কারী ৬/১১৭; শরহুন নববী ৪/৮৮; আলবাহরুর রায়েক ১/২৬০; রদ্দুল মুহতার ১/৩৯৬

Read more Question/Answer of this issue