Jumadal Ula 1429 || May 2008

মুহাম্মদ ফারুক - মানিক নগর, ঢাকা

১২৬৯. Question

আমি একটি ক্লিনিকে চাকুরি করি। আমাদের ক্লিনিকে প্রায় সময় দেখা যায় যে, অনেক মহিলার বাচ্চা হওয়ার পর ঐ বাচ্চা মারা যায়। আবার অনেক মহিলা মৃত বাচ্চা প্রসব করেন। মাঝে মধ্যে দেখা যায় যে, কোনো মহিলা অসম্পূর্ণ বাচ্চা প্রসব করেন। এখানে আমার জানার বিষয় হল, এসব ক্ষেত্রে ঐ বাচ্চার নাম রাখা না রাখা এবং কাফন, দাফন, জানাযা ও গোসলের ক্ষেত্রে ইসলামী শরীয়তের কী হুকুম? বিস্তারিত জানালে কৃতজ্ঞ থাকব।

Answer

জীবিত ভুমিষ্ট বাচ্চা মারা গেলে সাধারণ মৃতের মতোই তার গোসল ও কাফন দিতে হবে এবং জানাযা পড়ে দাফন করতে হবে। এ ধরনের বাচ্চার (বয়স সাত দিনের কম হলেও) নাম রাখার কথা হাদীসে বলা হয়েছে।

আর যদি বাচ্চা মৃত ভুমিষ্ট হয় তাহলে তার জানাযা পড়তে হবে না। তাকে গোসল দিয়ে একটি পরিষ্কার কাপড়ে পেঁচিয়ে দাফন করে দিবে।

অবশ্য এ ধরনের বাচ্চাকে চাইলে তিন কাপড়েও কাফন দিতে পারবে। আর এ শিশুরও একটি নাম রেখে দিবে।

একই পন্থা অবলম্বন করবে ঐ সব অসম্পূর্ণভাবে জন্ম নেয়া মৃত শিশুদের ক্ষেত্রে যাদের মৌলিক অঙ্গ-প্রত্যঙ্গ সৃষ্টি হয়েছে।

আর যদি নষ্ট হয়ে যাওয়া গর্ভের কোনো অঙ্গ না হয়ে থাকে; বরং শুধু গোশতের টুকরো থাকে তাহলে তা একটি কাপড়ে পেঁচিয়ে দাফন করে দিবে। এক্ষেত্রে জানাযা, গোসল, নাম রাখা কিছুই করবে না।

-জামে তিরমিযী ১/২০০; মুসান্নাফে আবদুর রাযযাক ৩/৫৩০; ফাতাওয়া হিন্দিয়া ১/১৫৯; ফাতাওয়া বাযযাযিয়া ৪/৭৮; বাদায়েউস সানায়ে ২/২৮; আদ্দুররুর মুখতার ২/২২৭-২২৮

Read more Question/Answer of this issue