উম্মে রায়হান - বাসাবো, ঢাকা
১২৬৮. Question
গত দুমাস আগে আমি একটি ফ্রিজ ক্রয় করি। এটির নগদ মূল্য হল ২৬ হাজার টাকা। আর আমার কাছে তখন পূর্ণ টাকা না থাকায় কিস্তিতে ২৮ হাজার টাকায় ক্রয় করি। চুক্তি হয়, আমি এখন ২৪ হাজার টাকা পরিশোধ করব। আর বাকী ৪ হাজার টাকা দুই মাস পরে দিব। তাদের ফরমে লিখা ছিল ২ মাস পর উক্ত টাকা না দিলে ৬ হাজার টাকা পরিশোধ করতে হবে। সময়মতো টাকা দিতে না পারায় আমাকে এখন ৬ হাজারই পরিশোধ করতে হচ্ছে। আমার প্রশ্ন হল, উক্ত কারবারটি শরীয়তসম্মত হয়েছে কি না, আমার করণীয় কি এবং উক্ত ফ্রিজ আমার জন্য ব্যবহার করা বৈধ হবে কি না?
Answer
যেহেতু আপনি ক্রয়ের সময় ফ্রিজের দাম ২৮ হাজার টাকা চূড়ান্ত করে এনেছেন সেহেতু আপনার থেকে তারা ২৮ হাজার টাকাই পাবে। নির্ধারিত সময়ে মূল্য আদায় করতে না পারলেও তাদের জন্য ২৮ হাজারের বেশি নেয়া জায়েয হবে না।
এখন আপনার কর্তব্য হল অতি দ্রুত বাকী ৪ হাজার টাকা আদায় করে দেওয়া। বিনা ওজরে তা আদায়ে বিলম্ব করলে আপনি গুনাহগার হবেন। আর ফ্রিজটি যেহেতু বৈধভাবে আপনার মালিকানায় এসে গেছে তাই এটি ব্যবহার করতে কোনো সমস্যা নেই।
-জামে তিরমিযী ১/২৩৩; আল মাবসূত সারাখসী ১৩/৮; ফাতাওয়া হিন্দিয়া ৩/৩; রদ্দুল মুহতার ৪/৪২৯