মাও. মুহাম্মদ ইসমাঈল - হেসামদ্দি, বরিশাল
১২৬৭. Question
আমার একটি গরু নাড়া পালার সাথে বাঁধা ছিল। সেটা খরকুটা খাচ্ছিল। কারণবশত উক্ত পালাটি গরুর উপর পড়ে যায়। ফলে অবস্থা এমন হল যে, যদি নিয়মতান্ত্রিকভাবে গরুটি বের করা হয়, ততক্ষণে মারা যাওয়ার সমূহ সম্ভাবনা ছিল। আর গলায় জবাই করাও সম্ভব ছিল না ফলে বাধ্য হয়ে সাইডে আঘাত করে রক্ত প্রবাহিত করি এবং তার গোশত খাই।
এ কারণে এলাকায় বিতর্কের সৃষ্টি হয়েছে। এক দল লোকের দাবি হল উক্ত গরুর গোশত খাওয়া হালাল হয়নি। তাই আপনার প্রতিষ্ঠান হতে শরয়ী সমাধানের আবেদন করছি।
Answer
প্রশ্নোক্ত বিবরণ সত্য হলে গরুটি যদি বিসমিল্লাহ বলে ধারাল অস্ত্র দ্বারা যখম করা হয়ে থাকে এবং যখমের কারণে রক্ত প্রবাহিত হয়ে থাকে গরুটি মারা যায় তবে তার গোশত খাওয়া ঠিক হয়েছে।অপারগতার সময় এভাবে জবাই করার অনুমতি রয়েছে।
-সহীহ বুখারী ২/৮২৮; মুসান্নাফে ইবনে শাইবা ১০/৪৩৫; আলবাহরুর রায়েক ৮/১৭১; রদ্দুল মুহতার ৬/৩০৩; ফাতাওয়া সিরাজিয়া ৮৭