Jumadal Ula 1429 || May 2008

মুহা. আমীরুল ইসলাম - হাটহাজারী, চট্টগ্রাম

১২৬৬. Question

আমি একটি বইয়ের দোকান দিয়েছি। এখানে ধর্মীয় ও সাধারণ বইপত্র থাকে। স্কুল ও মাদরাসার অনেক ছাত্র-ছাত্রী আসে যাদের সবসময় বই কেনার সামর্থ্য থাকে না। তাই তাদের জন্য আমি কিছু বইপত্র রেখে দিয়েছি, যেগুলো ভাড়ায় তাদের পড়তে দিয়ে থাকি। যেমন, ছোট বই ২ টাকা, মাঝারি ধরনের বই ৫ টাকা ও বড় বই ১০ টাকা। আমার প্রশ্ন হচ্ছে, শরয়ী দৃষ্টিকোণ থেকে বইপত্র ভাড়া দেওয়া জায়েয আছে কি?

Answer

যে সকল বই পাঠ করা জায়েয, সেগুলো নির্দিষ্ট মেয়াদে নির্দিষ্ট বিনিময়ে ভাড়া দেওয়াও জায়েয।

-আল মুহীতুল বুরহানী ১১/৩৪৯; বাদায়েউস সানায়ে ৪/১৮; রদ্দুল মুহতার ৬/৩৪; আলমুগনী ইবনে কুদামা ৮/১৩৫

Read more Question/Answer of this issue