Jumadal Ula 1429 || May 2008

নাম প্রকাশের অনিচ্ছুক - কুমিল্লা

১২৫৯. Question

নামায শেষে আমরা যখন সালাম ফিরিয়ে থাকি তখন কি পূর্ণ সালাম বলাই ওয়াজিব নাকি আংশিক? যদি আংশিক হয় তবে পুরোটা বলার হুকুম কী? দ্বিতীয় সালাম কি ওয়াজিব?

Answer

নামায শেষে উভয়  সালাম বলা ওয়াজিব এবং উভয় সালামেই আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত বলা সুন্নাত। তবে শুধু আস-সালাম বললেও ওয়াজিব আদায় হয়ে যাবে।

-আল-বাহরুর রায়েক ১/৩০১; শরহুল মুনিয়া ২৯৮; আস-সিআয়াহ ২/১৩৭; আল-মুহীতুল বুরহানা ২/১৩১; রদ্দুল মুহতার ১/৪৬৮; মাজমাউল আনহুর ১/১৩৩

Read more Question/Answer of this issue