Jumadal Akhirah 1429 || June 2008

লোকমান -

১৩০২. Question

শুনেছি বিতরের নামাযে দুআ কুনুতের পর দরূদ শরীফ পড়া মুস্তাহাব এবং এ সময় দরূদ শরীফ পড়লে শেষ বৈঠকে আর দরূদ শরীফ পড়া লাগে না। কথাটি কতটুকু সত্য? বিস্তারিত জানালে কৃতজ্ঞ থাকব।

Answer

হ্যাঁ, বিতরের নামাযে দুআ কুনুতের পর দরূদ শরীফ পড়া ভালো। হাদীস শরীফেও এ সময় দরূদ শরীফ পড়ার কথা এসেছে। তবে প্রশ্নের এ কথাটি ঠিক নয় যে, এ সময় দরূদ শরীফ পড়লে শেষ বৈঠকে দরূদ শরীফ পড়তে হবে না। বরং শেষ বৈঠকে দরূদ শরীফ পড়া পৃথক সুন্নত যা সুন্নাতে মুআক্কাদাহ। তা সর্বাবস্থায় আমলযোগ্য। তাই কুনুতের পর দরূদ শরীফ পড়লেও শেষ বৈঠকে দরূদ শরীফ পড়তে হবে।

-মুখতাসারু কিয়ামিল লাইল ৩০০; সহীহ ইবনে খুযাইমা ১/৫৪৬-৫৪৭; সুনানে নাসাঈ ১/১৯৫; শরহুল মুহাযযাব ৩/৪৭৮; আল বাহরুর রায়েক ২/৪৪; শরহুল মুনিয়্যাহ ৪২২

Read more Question/Answer of this issue