Jumadal Akhirah 1429 || June 2008

আবুল হাসান - জামালপুর

১৩০১. Question

মাননীয় মুফতী সাহেব, জনৈক ব্যক্তির নিকট আমাদের মসজিদের কিছু টাকা ছিল। সে তা থেকে সামান্য কিছু টাকা তার নিজের কাজে ঋণ হিসেবে খরচ করেছে। এভাবে ঋণ হিসেবে মসজিদের টাকা খরচ করা জায়েয হয়েছে কি না? শরয়ী সমাধান জানিয়ে বাধিত করবেন।

Answer

মসজিদের টাকা কর্তৃপক্ষের নিকট আমানত হিসেবে থাকে। এ টাকা ঋণ হিসেবে খরচ করাও না জায়েয। সুতরাং যত দ্রুত সম্ভব মসজিদের টাকা আদায় করে দিতে হবে এবং আল্লাহর দরাবারে ক্ষমা চাইতে হবে।

-ফাতাওয়া তাতারখানিয়া ৫/৮৭৯; আলমুহীতুল বুরহানী ৯/১৫৩; ফাতাওয়া হিন্দিয়া ২/৪১৫৫

Read more Question/Answer of this issue