শাহাদত হুসাইন সবুজ - চাঁদপুর
১৩০০. Question
আমি একটি সমিতির পরিচালক। আমাদের একটি কার্যক্রম হল, জনগণকে সুদ বিহীন ঋণ প্রদান করা। কিন্তু ঋণ প্রদানের এ কার্যক্রম আঞ্জাম দিতে আমাদের দাপ্তরিক কিছু খরচ হয়। যেমন-ফাইলপত্র ক্রয়, ফরম ছাপানো, ফটোকপি করা ইত্যাদি। তাই আমরা গ্রাহক থেকে ‘লোন প্রসেসিং ফি’ নামে ৩০/- টাকা নিয়ে থাকি। ঋণের কম-বেশিতে এতে কোনো পরিবর্তন হয় না। জানতে চাই, আমাদের এ ‘ফি’ নেয়াতে কোনো অসুবিধা আছে কি?
Answer
ঋণপ্রদান কার্যক্রম পরিচালনার জন্য দাপ্তরিক বাস্তব খরচ ঋণগ্রহীতা থেকে নেওয়া জায়েয। তবে মনে রাখতে হবে যে, ঋণের বিষয়টি খুবই স্পর্শকাতর। ঋণ প্রদান করে কোনো হীলা-বাহানার মাধ্যমেও অতিরিক্ত কিছু নেওয়া সুদের অন্তর্ভুক্ত। তাই ঐ সার্ভিস চার্জ যেন কোনো ক্রমেই বাস্তব খরচকে অতিক্রম না করে, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।
-বুহুস ফি কাযায়া ফিকহিয়্যা মুআসারাহ ১/২০৭; মাজাল্লাতু মাজমায়িল ফিকহিল ইসলামী ৩/২/৩০৫