Jumadal Akhirah 1429 || June 2008

আবদুশ শাকুর - ঢাকা

১২৯৯. Question

শ্রদ্ধেয় মুফতী সাহেব, আমি এক মালিক থেকে ৩টি মাইক্রোবাস ৫০,০০০/- টাকার বিনিময়ে এই শর্তে ভাড়া নিয়েছি যে, মাসের শুরুতেই অগ্রিম ৫০,০০০/- টাকা তাকে দিয়ে দিব। তারপর সারা মাস এ ৩টি বাস ভাড়ায় খাটিয়ে যা টাকা পাব, ড্রাইভারের বেতন, তেলখরচ ও মেরামত (যদি প্রয়োজন হয়) বাবদ খরচ করে যা লাভ থাকবে সব আমার হবে। এখন জানতে চাচ্ছি, শরীয়তের দৃষ্টিতে আমাদের এ কারবার সঠিক হয়েছে কি না? জানিয়ে বাধিত করবেন।

Answer

প্রশ্নে বর্ণিত কারবারে মেরামত সংক্রান্ত সবধরনের খরচ ভাড়া গ্রহীতার উপর চাপানো জায়েয নয়। বরং নিয়ম হল, ভাড়া গ্রহীতার সীমালংঘন ও ত্রুটি ছাড়া গাড়ির কোন রূপ ক্ষতি হলে বা গাড়ির স্বাভাবিক ব্যবহারের ফলে যে মেরামতের প্রয়োজন দেখা দেয় তার খরচ গাড়ির মালিকের বহন করতে হবে। তাই সব ধরনের মেরামত খরচব ভাড়াগ্রহীতাকে দিতে হবে এ শর্ত করার কারণে উক্ত কারবার ফাসিদ হয়েছে। কারবারটি সহীহ উপায়ে করতে চাইলে ভাড়াগ্রহীতার সীমালংঘন ও ত্রুটি ছাড়া গাড়ি মেরামতের সাধারণ খরচ গাড়ির মালিককেই বহন করতে হবে। এ খরচ ভাড়াগ্রহীতার উপর চাপানো যাবে না।

-ফাতাওয়া হিন্দিয়া ৪/৪৪৩; ফাতাওয়া খানিয়া ৩/২১; শরহুল মাজাল্লাহ লিল আতাসী ২/৬২২

Read more Question/Answer of this issue