Jumadal Akhirah 1429 || June 2008

মানসুর আহমাদ - ঢাকা

১২৯৮. Question

আমি একবার আমার বন্ধুকে বলেছিলাম, তুই যদি এখন রুম থেকে বের হস তাহলে কসম, আমি এখন বিষ খাব, আমার বন্ধু তখন সাথে সাথেই বের হয়ে বলল, তুই কসম করেছিস, এবার বিষ খা। তখন আমি খুব চিন্তিত হয়ে পড়ি এবং ইমাম সাহেবকে মাসআলা জিজ্ঞাসা করি। তিনি বললেন, বিষ খাওয়া যেহেতু হারাম। আর হারাম জিনিসের কসম করলে তা পুরো করা নিষেধ এবং কাফফারা দিতে হয় না। তাই এখন কাফফারা দিতে হবে না। আরেকজন বললেন, যেহেতু তুমি আল্লাহর নামে কসম খাওনি তাই এটি কসম হয়নি। এজন্য কাফফারা দিতে হবে না। আরেকজন বললেন, সতর্কতা মূলক কাফফারা দিতে  হবে। এখন আমার কী করণীয়? আমাকে কি সত্যিই কাফফারা দিতে হবে?

Answer

ঐ কথার কারণে কসম সংঘটিত হয়েছে। তবে বিষ খাওয়া যেহেতু হারাম। আর হারাম কাজের কসম করলে তা পূরণ করা নিষেধ। তাই আপনি কখনো এই কসম পুরো করতে পারবেন না; বরং আপনাকে ঐ কসমের কাফফারা আদায় করা জরুরি।

উল্লেখ্য, আল্লাহ তাআলার নাম ছাড়া শুধু কসম বলে কোনো কিছুর অঙ্গীকার করলেও তা কসমে পরিণত হয়ে যায়। ফলে তা না করলে বা না করা গেলে তার কাফফারা ওয়াজিব হয়।

-আল বাহরুর রায়েক ৪/২৮৩, ২৯১; ফাতহুল কাদীর ৪/৩৫৯; আন নাহরুল ফায়েক ৩/৫৯; আদ্দুররুল মুখতার ৩/৭১৫, ৭২৮

Read more Question/Answer of this issue