মাহফুজুর রহমান - চাটখিল
১২৯৪. Question
আমাদের এলাকায় প্রচলন আছে যে, ধান চাষের সময় আসলে কেউ কেউ টাকার বিনিময়ে বীজধান বিক্রয় করে। আবার কেউ এভাবে বিক্রয় করে যে, সাধারণ ধান দেড় মন দিলে বীজ ধান এক মন দেওয়া হয়। জানতে চাই, এক মন বীজ ধান দিয়ে দেড় মন সাধারণ ধান নেওয়া বৈধ কি না?
Answer
বীজ ধানের পরিবর্তে সাধারণ ধান আদান-প্রদান করলেও কম বেশি করে নেওয়া জায়েয হবে না। ধানের পরিবর্তে ধান লেনদেন করতে চাইলে অবশ্যই সমান সমান হতে হবে। তাই এক মন বীজ ধানের পরিবর্তে দেড় মন সাধারণ ধান নেওয়া সুদের অন্তর্ভুক্ত। এ ক্ষেত্রে সহীহভাবে কারবার করতে চাইলে বীজ ধান টাকার বিনিময়ে বিক্রি করবে এরপর টাকা দিয়ে সাধারণ ধান ক্রয় করবে।
-সহীহ মুসলিম ২/২৫; তাকমিলাতু ফাতহিল মুলহিম ১/৫৭৮; ফাতহুল কাদীর ৬/১৫১; আল বাহরুর রায়েক ৬/১২৬;আদ্দুররুল মুখতার ৫/১৭৪