মুরাদ হোসেন - রংপুর
১২৯২. Question
আমি আইসক্রিম বিক্রি করি। পদ্ধতি এই যে, আমার গাড়িতে একটি গোল চরকা লাগানো আছে এবং এর চারপাশে কোটা কোটা করে এক থেকে চার পর্যন্ত সংখ্যা দেওয়া আছে। ক্রেতারা এক টাকার বিনিময়ে একবার চরকা ঘুরানোর সুযোগ পায় এবং যে চিহ্নিত সংখ্যায় চরকা থেমে যায় এক টাকার বিনিময়ে তাকে সে কয়টি আইসক্রিম দেয়া হয়।
উল্লেখ্য, কোনো ক্রেতাই আইসক্রিম থেকে বঞ্চিত হয় না। তবে সংখ্যায় কম বেশি হয়। প্রশ্ন হল, এ পদ্ধতিতে আইসক্রিম বিক্রি করা বৈধ হবে কি না?
Answer
এ পদ্ধতিতে ক্রয়-বিক্রয় না জায়েয। কারণ এতে একাধিক নাজায়েয বিষয় রয়েছে। (১) চুক্তির সময় পণ্যের পরিমাণ অজানা থাকে। (২) এ কারবার জুয়ার সাথে অধিক সামঞ্জস্যপূর্ণ। (৩) এতে ধোকাও রয়েছে। এসব কারণের যে কোন একটি থাকলেই কারবার না জায়েয হয়ে যায়।
-সহীহ মুসলিম ২/২;তাকমিলাতু ফাতহিল মুলহিম ১/৩১৮; ফাতহুল কাদীর ৬/৫৫; শরহুল মাজাল্লা ২৫/৮৮