Jumadal Akhirah 1429 || June 2008

মুহাম্মদ আশরাফ আলী - যাত্রাবাড়ি, ঢাকা

১২৯০. Question

আমাদের গ্রামের বাড়ি যশোর। বর্তমানে আমরা স্থায়ীভাবে ঢাকায় বসবাস শুরু করছি। গ্রামে শুধু চাষাবাদের জমি আছে। ঘর-বাড়িও বিক্রি করে দেওয়া হয়েছে। বসবাসের উপযোগী সমস্ত আসবাবপত্র নিয়ে আসা হয়েছে। আর ভবিষ্যতে স্থায়ীভাবে যশোরে বসবাসের কোনো ইচ্ছা আমাদের নেই।

এখন জিজ্ঞাসার বিষয় এই যে, মাঝে-মধ্যে আমরা যদি গ্রামের বাড়িতে বেড়াতে যাই তাহলে সেখানে গিয়ে নামায পূর্ণ পড়তে হবে নাকি কসর করতে হবে?

Answer

প্রশ্নোক্ত অবস্থায় আপনারা যেহেতু পূর্বের বাসস্থান ত্যাগ করেছেন এবং সেখানে বসবাসের আর কোনো ইচ্ছা নেই তাই এমতাবস্থায় যশোর আপনাদের জন্য স্থায়ী আবাসস্থল বলে গণ্য হবে না এবং সেখানে আপনারা ১৫ দিনের  কম অবস্থান করলে মুকীম হবেন না। বরং কসর করতে হবে। 

-আল মুহীতুল বুরহানী ২/৪০২; আল বাহরুর রায়েক ২/১৩৬; ফাতাওয়া তাতারখানিয়া ২/১৯; ফাতাওয়া হিন্দিয়া ১/১৪২

Read more Question/Answer of this issue