মুহাম্মদ আবুল হাসান - গেন্ডারিয়া, ঢাকা
১২৮৯. Question
এক ব্যক্তি প্রায়ই নামাযের রাকাত সংখ্যা খেয়াল রাখতে পারে না, ফলে নামাযের মাঝেই সন্দেহে পড়ে যায় যে, আর কয় রাকাত পড়বে? প্রশ্ন হল, নামাযের মাঝে এভাবে সন্দেহ সৃষ্টি হলে নামায কীভাবে আদায় করবে?
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ ব্যক্তি কত রাকাত পড়েছে এ ব্যাপারে মনস্থির করতে চেষ্টা করবে। এ পর্যায়ে কোনো সংখ্যার ব্যাপারে প্রবল ধারণা হয়ে গেলে তার উপর ভিত্তি করেই অবশিষ্ট নামায আদায় করবে।
আর যদি রাকাত-সংখ্যার ব্যাপারে কোনো প্রবল ধারণা না হয় তাহলে সন্দেহযুক্ত সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে কম সংখ্যাটি ধরে অবশিষ্ট নামায পূর্ণ করবে। তবে এ ক্ষেত্রে অবশিষ্ট নামাযের প্রত্যেক রাকাতের শেষে বৈঠক করবে এবং তাশাহহুদ পড়বে। অতঃপর সাহু সিজদা করে নামায শেষ করবে।
-সহীহ মুসলিম ১/২১১; কিতাবুল আছল ১/২২৪; ফাতাওয়া তাতারখানিয়া ১/৭৪৫; শরহুল মুনিয়্যা ৪৭০; রদ্দুল মুহতার ২/৯৩