Jumadal Akhirah 1429 || June 2008

মুহাম্মদ ফারুক হুসাইন - মিরপুর

১২৮৭. Question

গত মার্চ ০৮ সংখ্যার আলকাউসারের একটি প্রশ্নোত্তরে বলা হয়েছে যে, প্রথম বৈঠক থেকে ভুলে দাড়িয়ে গেলে দাড়ানোর কাছাকাছি না পৌছলে বসে যাবে। এ ক্ষেত্রে সিজদা সাহু করতে হবে না। অথচ হাশিয়াতুত তহতাবী আলাল মারাকীতে বলা হয়েছে যে, যতক্ষণ পর্যন্ত সোজা হয়ে না দাড়ায় ততক্ষণ পর্যন্ত বসতে পারবে। এখন প্রশ্ন হল, উভয় বক্তব্যের মধ্যে কোনটা সঠিক?

Answer

প্রশ্নোক্ত মাসআলায় দুটি বক্তব্য রয়েছে। আলকাউসারের গৃহীত বক্তব্যটি অধিক নির্ভরযোগ্য। অধিকাংশ ফকীহগণ এ অনুযায়ী ফতোয়া দিয়েছেন। সুতরাং ইমাম অথবা একাকী নামায আদায়কারী প্রথম বৈঠক ছেড়ে ভুলে দাড়িয়ে গেলে যতক্ষণ পর্যন্ত বসার নিকটবর্তী থাকবে, স্মরণ হওয়ামাত্রই বসে পড়বে এবং এক্ষেত্রে সিজদা সাহু করতে হবে না।

আর যদি দাড়ানোর নিকটবর্তী হয়ে যায় তাহলে আর বসবে না। এক্ষেত্রে নিয়ম হল, না বসে যথারীতি নামায চালিয়ে যাওয়া এবং নামায শেষে সিজদা সাহু করে নেওয়া। কিন্তু যদি কেউ এ অবস্থায়ও বসে যায় তবে তার এ কাজ নিয়ম পরিপন্থী হলেও নামায হয়ে যাবে। এক্ষেত্রেও নামায শেষে সিজদা সাহু করা জরুরি।

-ইলাউস সুনান ৭/২০০; আল মুহীতুল বুরহানী ২/৩৩০; বাদায়েউস সানায়ে ১/১৭১; রদ্দুল মুহতার ২/৮৩; আল বাহরুর রায়েক ২/১০০; খুলাসাতুল ফাতাওয়া ১/১৭৮

Read more Question/Answer of this issue