Rajab 1429 || July 2008

নাম প্রকাশে অনিচ্ছুক - উত্তরা, ঢাকা

১৩৩৬. Question

আমার বড় খালা অসুস্থ থাকার কারণে আমার মা আমার খালাতো বোনকে দুধ পান করিয়েছেন। এখন আমার ঐ দুধবোনের ছোট বা বড় কোনো বোনের সাথে আমার বিবাহ বন্ধন জায়েয হবে কি না? দলীল-প্রমাণসহ জানতে চাই।

Answer

দুধবোনের ছোট বা বড় বোন আপনার মাহরাম নয়। তাই তার সাথে আপনার বিবাহ জায়েয হবে।

-আলবাহরুর রায়েক ৩/২২৭, আদ্দুররুল মুখতার ৩/২১৭

Read more Question/Answer of this issue