Rajab 1429 || July 2008

রাবেয়া আক্তার - উত্তর মুগদা পাড়া, ঢাকা

১৩৩৫. Question

কোনো ব্যক্তির জিম্মায় কাযা নামায নেই। কিন্তু সে পূর্বে যে নামায পড়েছে তাতে কখনো কখনো বিভিন্ন ভুলভ্রান্তি (যেমন-অশুদ্ধ তিলাওয়াত, ঠিকমত রোকন আদায় না করা ইত্যাদি) হয়েছে। এখন কি তাকে সেসব নামাযের কাযা আদায় করতে হবে? যদি করতে হয় তাহলে কীভাবে করবে?

Answer

আদায়কৃত নামাযের কাযা তখনই পড়তে হয় যখন নামায একেবারে নষ্ট হয়ে গিয়ে থাকে কিংবা কোনো ওয়াজিব ছুটে যাওয়ার কারণে তা অসম্পূর্ণ হয়ে যায়। প্রশ্নে বর্ণিত বিগত নামাযের কাযা পড়ার যে কারণ উল্লেখ করা হয়েছে তা স্পষ্ট নয়। যদি এমন অশুদ্ধ তিলাওয়াত করে থাকেন যার কারণে নামায ফাসেদ হয়ে যায় তাহলে তার কাযা আদায় করতে হবে। অন্যথায় শুধু সন্দেহের উপর ভিত্তি করে কাযা পড়া যাবে না। আর প্রশ্নে ঠিক মত রোকন আদায় না করা বলে কী বুঝিয়েছেন তাও স্পষ্ট নয়। স্পষ্ট করে বললে উত্তর দেওয়া যাবে ইনশাআল্লাহ।

Read more Question/Answer of this issue