রাবেয়া আক্তার - উত্তর মুগদা পাড়া, ঢাকা
১৩৩৪. Question
আমি বিশেষ বিপদে পড়ে তা হতে মুক্তির জন্য আজীবন তাহাজ্জুদের নামায পড়ার মান্নত করি। আল্লাহর রহমতে আমি বিপদমুক্ত হয়েছি। কিন্তু সাংসারিক কর্মকান্ড সেরে ঘুমোতে ঘুমোতে রাত প্রায় ১২ টা বেজে যায়। বেশির ভাগ ক্ষেত্রেই শেষ রাতে উঠে নামায পড়তে পারি না। তাই হুজুরের কাছে আমার প্রশ্ন, ইশার পর অথবা রাতে ঘুমানোর আগে এ নামায পড়তে পারব কি না? পড়লে তা বিতরের আগে না পরে কয় রাকাত পড়তে হবে? নামাযের আগে বা পরে কোনো দুআ পড়তে হবে কি না?
Answer
তাহাজ্জুদ রাতের শেষ অংশে আদায় করা উত্তম। তবে তাহাজ্জুদের ওয়াক্ত যেহেতু ইশার নামাযের পর থেকেই শুরু হয়ে যায় তাই ইশার পর বা ঘুমানোর আগে মান্নতকৃত তাহাজ্জুদ পড়ে নিতে পারবেন। ইশার পর অন্তত দুই রাকাত নফল নামায তাহাজ্জুদের নিয়তে পড়লে কৃত মান্নতের উপর আমল হয়ে যাবে। এটি বিতরের আগে বা পরে উভয় সময় পড়া যাবে। তবে বিতরকে সর্ব শেষে আদায় করা উত্তম। আর এ নামাযের আগে বা পরে নির্ধারিত কোনো দুআ নেই।
-ফাতাওয়া হিন্দিয়া ২/৬৫, রদ্দুল মুহতার ৩/৭৪০