Rajab 1429 || July 2008

আরমান - ঢাকা

১৩৩০. Question

অনেকের মুখেই শুনি, কাক নাকি দুঃসংবাদ নিয়ে আসে অর্থাৎ মৃত্যুর খবর। এটা নাকি বাস্তবে প্রমাণিত। আর পেঁচা যেখানে ডাকে সেখানে নাকি বিপদ হয় অর্থাৎ পেঁচার ডাকই খারাপ। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই কথাগুলো সত্য কি না এবং এই সমস্ত কথা বা এ জাতীয় অনেক কুসংস্কার যা আমাদের সমাজে প্রচলিত রয়েছে-এগুলো বিশ্বাস করলে ঈমান থাকবে কি না বা ঈমানের কোনো ক্ষতি হবে কি না? মেহেরবানী করে তা দলীল প্রমাণসহ জানাবেন।

Answer

আপনার শোনা কথাটি ঠিক নয়। কাক, পেঁচা এগুলোর সাথে ভালো-মন্দের কোনো সম্পর্ক নেই। এগুলোকে অশুভ মনে করা এবং এদের উপস্থিতিকে অনিষ্টকারী ভাবা জাহেলী যুগের ভ্রান্ত ধারণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধারণাকে খুব কঠিনভাবে প্রত্যাখ্যান করেছেন এবং সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে, এগুলোতে কোনো অনিষ্ট নেই। এগুলোকে অশুভ ও অনিষ্টকারী মনে করাকে তিনি শিরক বলেও অভিহিত করেছেন। তিনি বলেছেন-কুলক্ষণ গ্রহণ শিরকের অন্তর্ভুক্ত। প্রকৃত পক্ষে অশুভ হল মানুষের মন্দ আমল ও গুনাহের কাজ।

-সহীহ বুখারী ২/৮২৬, ফয়যুল বারী ৪/৩৬৭, ফাতহুল বারী ১০/২২৩

Read more Question/Answer of this issue