Rajab 1429 || July 2008

মুহাম্মদ ফজলুল করীম - ঢাকা

১৩২৯. Question

নামাযে সন্দেহ হয়েছে যে, অযু ভেঙ্গে গিয়েছে। তারপরও সন্দেহ নিয়ে নামায পড়ে ফেলে। নামাযের পর নিশ্চিত হল যে, আসলেই অযু ভেঙ্গে গিয়েছিল। তাহলে কি নামায পুনরায় পড়তে হবে?

Answer

হাঁ, এক্ষেত্রে ঐ নামায পুনরায় পড়ে নিতে হবে।

-ফাতাওয়া হিন্দিয়া ১/১৩১, ফাতাওয়া খানিয়া ১/১০১

Read more Question/Answer of this issue