Rajab 1429 || July 2008

ইসমাঈল - সিলেট

১৩২৬. Question

গোসল ফরয হয়েছে এমন ব্যক্তি কুলি না করেই পানি পান করেছে। এ ব্যক্তিকে গোসলের সময় কি পুনরায় কুলি করতে হবে? কুলি না করে গোসল করলে গোসল হবে কি না?

Answer

ফরয গোসলে মুখের ভিতর সর্বত্র পানি পৌঁছানো জরুরি। সাধারণত পানি পান করা দ্বারা মুখের ভিতরে সর্বত্র পানি পৌছে না। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রেও স্বাভাবিক  নিয়মে গোসলের সময় পুনরায় কুলি করা জরুরি হবে। অবশ্য পানি পান করার সময় যদি পূর্ণ মুখে পানি পৌঁছেছে বলে  নিশ্চিত হয় তাহলে পরবর্তীতে গোসলের জন্য পুনরায় কুলি করা জরুরি হবে না। কিন্তু এ ক্ষেত্রেও আবার কুলি করে নেওয়া ভালো।

-খুলাসাতুল ফাতাওয়া ১/১৪; ফাতাওয়া হিন্দিয়া ১/১৩; রদ্দুল মুহতার ১/১

Read more Question/Answer of this issue