ওয়াসিম আহমদ - চাঁদপুর
১৩২৪. Question
সিজার বা ডেলিভারি করানোর পর যে ঔষধ থাকে সেখান থেকে দু’একটি ঔষধ বা জিনিস রেখে দেওয়া হয় বাকি ঔষধ ফেরত দেয়া হয়। এত রোগী সরকারী হাসপাতালে আসে যে, তা অনুমতি ছাড়াই নেওয়া হয়। নেয়ার উদ্দেশ্য হল, সরকারী হাসপাতালে অনেক সময় অনেক গরীব রোগী অথবা ইমার্জেন্সি রোগী ভর্তি হয়। যাদের তাৎক্ষণিক চিকিৎসা দিতে হয়। তা না হলে রোগীর অবস্থা খারাপ হয়ে যাবে। তখন আমাদের সংরক্ষিত সেই ঔষধ দ্বারা চিকিৎসা করা হয়। এভাবে একজনের ঔষধ দ্বারা অন্য রোগীকে চিকিৎসা দেয়া কি ঠিক হচ্ছে? না হলে বিকল্প কী ব্যবস্থা আছে?
Answer
রোগীদের বিনা অনুমতিতে এভাবে ঔষধ রেখে দেওয়া জায়েয হবে না। এই ঔষধগুলো যদিও ভালো ক্ষেত্রেই ব্যবহার হচ্ছে, কিন্তু মালিকের অনুমতি ছাড়া তা নেওয়া বৈধ হবে না। এটি অন্যের সম্পদ চুরি করে সেবা খাতে ব্যয় করার অন্তর্ভুক্ত।
অবশ্য, রোগীরা যদি স্বতস্ফূর্তভাবে কোনো ঔষধ রেখে দেয় তবে তা নেওয়া জায়েয হবে। তাছাড়া এ উদ্দেশ্যে সরকারী-বেসরকারী সেবা ফান্ডের ব্যবস্থা কর যেতে পারে।
-সুনান বায়হাকী ৬/৯৭, আদ্দুররুল মুখতার ৪/৮২