Rajab 1429 || July 2008

ওয়াসিম আহমদ - চাঁদপুর

১৩২৩. Question

গাইনী ইন্টার্নী অবস্থায় একজন পুরুষ ডাক্তারকে ডেলিভারি করানো, সিজার করানো সবকিছুই করতে হচ্ছে। এখন একজন পুরুষ ডাক্তারের জন্য এখানে ডিউটি করা কি নাজায়েয? যেহেতু এখানে সাড়ে তিন মাস ডিউটি করা বাধ্যতামূলক তো এক্ষেত্রে করণীয় কী?

Answer

একজন মেডিক্যাল ছাত্রের জন্য বিভাগ চয়ন করার সময়ই গাইনী বিভাগ এড়িয়ে যাওয়া কর্তব্য। এটি যেহেতু মেয়েলি বিষয় তাই এ বিভাগের চিকিৎসকও মহিলাদেরই হওয়া উচিত। হ্যাঁ, এরপরও যদি কোনো পুরুষ এ বিভাগের চিকিৎসক হতে চায় তবে পুরুষ ডাক্তারের জন্য নারীর চিকিৎসার যে সকল নীতিমালা রয়েছে এসকল নীতিমালা ইন্টার্নিকারীর ক্ষেত্রে প্রযোজ্য হবে। অর্থাৎ ক) যথাসম্ভব পর্দা রক্ষা করে চলতে হবে। শুধু চিকিৎসার প্রয়োজনে যতটুকু দেখা বা স্পর্শ করা লাগে শুধু ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

খ) মহিলা রোগীর সাথে নির্জনে এক কক্ষে অবস্থান করবে না।

Read more Question/Answer of this issue