Rajab 1429 || July 2008

ওসমান গণি - কমল নগর, লক্ষ্মীপুর

১৩২০. Question

একটি সমিতি তাদের সকল সদস্যের অনুমতিতে এই নিয়ম করেছে যে, যদি কোনো সদস্য মাসিক চাঁদা প্রত্যেক মাসের ১০ তারিখের মধ্যে আদায় না করে তাহলে ২০ টাকা করে জরিমানা দিতে হবে। উক্ত ২০ টাকা মূল টাকার সাথে একত্র করা হবে না; বরং তা সমিতির বিভিন্ন কাজে ব্যয় করা হবে। যেমন মিটিং এর খরচ হিসাবে, সদস্যদের চা-পানিতে বা সদস্যদের সাথে যোগাযোগের জন্য খরচ করা হবে। জানার বিষয় হল, এ ধরনের নিয়ম সঠিক কি না? এবং এ ধরনের নিয়ম দ্বারা জরিমানা আদায় করা জায়েয হবে কি না?

Answer

প্রশ্নোক্ত জরিমানার ব্যাপারে সকল সদস্যের সম্মতি থাকলেও তা নেওয়া এবং সমিতির কাজে ব্যয় করা জায়েয হবে না। সুতরাং যথাসময়ে কিস্তি আদায়ের জন্য প্রশ্নোক্ত নিয়ম করা যাবে না।

উল্লেখ্য, সদস্যদের যথাসময়ে জমা নিশ্চিত করার জন্য এ নীতিমালা বানানো যেতে পারে যে, জমার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে অগ্রীম একত্রে দুই/তিন মাসের জমা দিতে বাধ্য থাকবে।

-আলবাহরুর রায়েক ৫/৪১, ফাতহুল কাদীর ৫/১১৩, রদ্দুল মুহতার ৪/৬১

Read more Question/Answer of this issue