Rajab 1429 || July 2008

মামুন হায়দার - ফরিদপুর

১৩১৮. Question

আমাদের মসজিদের ইমাম সাহেব একদিন ফযরের নামাযে সূরা সিজদা তিলাওয়াত করেছিলেন। সেদিন সিজদা তিলাওয়াত থেকে ওঠে আবার সূরা ফাতেহা পড়ে ফেলেন এরপর সূরা সিজদার বাকি অংশ পড়েন। কিন্তু শেষে সাহু সিজদা না করেই নামায শেষ করেন। নামাযের পর মুসল্লীদের মধ্যে হট্টগোল লেগে যায়। মুসল্লীরা বলে নামায হয়নি, কিন্তু ইমাম সাহেব বলেন, নামায হয়ে গেছে। জানতে চাই, কার কথা সঠিক?

Answer

প্রশ্নের বর্ণনা অনুযায়ী ঐ দিনের ফযরের নামায সহীহ হয়েছে। তা পুনরায় আদায় করতে হবে না। ইমাম সাহেবের বক্তব্যই সঠিক। সূরা ফাতিহার পর ওয়াজিব কিরাত পরিমাণ কোনো স্থান থেকে পড়ে নেয়ার পর ভুলবশত আবার সূরা ফাতেহা পড়লে সাহু সিজদা ওয়াজিব হয় না।

-ফাতাওয়া তাতারখানিয়া ১/৫১৯, বাদায়েউস সানায়ে ১/৪৬, রদ্দুল মুহতার ১/৪৬০, তাবয়ীনুল হাকায়েক ১/৪৭৩, শরহুল মুনিয়্যাহ ৪৬০

Read more Question/Answer of this issue