তরীকুল ইসলাম - গাজিপুর
১৩১৬. Question
আমি একদিন গাড়িতে যেতে যেতে সিটে বসে একটি সিজদার আয়াত মুখস্ত করার জন্য বারবার পড়েছি। জানার বিষয় হল, আমার উপর কয়টি সিজদা ওয়াজিব হবে?
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার উপর একটি সিজদা ওয়াজিব।
-বাদায়েউস সানায়ে ১/৪৩৩, রদ্দুল মুহতার ২/১১৭, তাবয়ীনুল হাকায়েক ১/৫০৪, আননাহরুল ফায়েক ১/৩৪৩