মুহাম্মদ আরিফুর রহমান - গোপালগঞ্জ
১৩১৫. Question
আমি অযু অবস্থায় গাড়িতে করে এক স্থানে যাচ্ছিলাম। পথিমধ্যে সিটে বসে বসে আমার ঘুম এসে যায়। সিটে হেলান দিয়েই ঘুমিয়ে পড়েছিলাম। জানতে চাই, এভাবে ঘুমানোর কারণে আমার অযু নষ্ট হয়ে গিয়েছে কি না?
Answer
হেলান দিয়ে বা হেলান ছাড়াই বসে বসে ঘুমালে যদি ঘুমন্ত ব্যক্তি আসনের সাথে এঁটে বসে থাকে অল্প সময়ের জন্যও আসন থেকে শরীর উঠে না যায় তাহলে নির্ভরযোগ্য বক্তব্য অনুযায়ী এভাবে ঘুমানোর দ্বারা অযু ভাঙবে না। কিন্তু যদি ঘুমন্ত অবস্থায় শরীর আসন থেকে অল্প সময়ের জন্যও পৃথক হয়ে যায় তাহলে অযু নষ্ট হয়ে যাবে। সুতরাং প্রশ্নোক্ত অবস্থায় আপনার অযুর বিষয়টিও উপরোক্ত নিয়ম অনুযায়ী বিচার্য।
-খুলাসাতুল ফাতাওয়া ১/১৯, বাদায়েউস সানায়ে ১/১৩৫, আলমুহীতুল বুরহানী ১/২৮, আল বাহরুর রায়েক ১/৭৩