নারগিস আক্তার - উত্তরা, ঢাকা
১৩১৩. Question
আমি নারগিস আক্তার। আমার বয়স ৩৫ বছর। আমার কোনো সন্তান নেই। আমার নিকট হজ্ব আদায় করার টাকা রয়েছে। এ বছর একটি হজ্ব কাফেলার সাথে হজ্বে যেতে চাই। ঐ কাফেলায় অন্যান্য মহিলাও আছেন, যাদের সাথে তাদের মাহরাম আছে। জানতে চাই, মাহরাম ছাড়া আমি একা ঐ কাফেলার সাথে হজ্বে যেতে পারব কি না?
Answer
হজ্বের সফরেও মহিলাদের সাথে মাহরাম পুরুষ থাকা জরুরি। মাহরাম পুরুষ ছাড়া অন্য মহিলাদের সঙ্গী হয়েও হজ্বে যাওয়া জায়েয হবে না। তাই মাহরাম পুরুষের ব্যবস্থা না হলে আপনি হজ্বের সফরে যেতে পারবেন না। পরবর্তীতে যখন মাহরাম পুরুষের ব্যবস্থা হবে তখন যেতে পারবেন। আল্লাহ না করুন, যদি এর আগেই মৃত্যু এসে যায় তবে বদলী হজ্বের অসিয়ত করে যাওয়া জরুরি।
-সহীহ মুসলিম ১/৪৩৪, আলবাহরুর রায়েক ২/৫৫১, মিনহাতুল খালেক ২/৫৫১, ফাতাওয়া হিন্দিয়া ১/২১৯, আদ্দুররুল মুখতার ২/৪৬৫