Safar 1432 || January 2011

মুহাম্মাদ আবদুল মজীদ - রংপুর

২১০৪. Question

শাশুড়ির মামার সাথে দেখা সাক্ষাত করা যাবে কি?

Answer

শাশুড়ির মামা মাহরাম নয়। তাই তার সাথে দেখা সাক্ষাত করা জায়েয হবে না।

সূরা নিসা : ২২-২৪; তাফসীরে কুরতুবী ৫/১০৩; তাফসীরে ইবনে কাসীর ১/৭১১; আলমুফাসসাল, মাদ্দাহ : ৫৪৫২

Read more Question/Answer of this issue