Shaban-Ramadan 1429 || August 2008

আলহাজ্ব মুহাম্মদ ইমরান মিয়া - কুমিল্লা

১৩৬৫. Question

আমি রমযান মাসে নিয়মিত এতেকাফ করে থাকি। সে সময় একাধারে কয়েকদিন গোসল না করলে আমার কষ্ট হয় ও ইবাদত পালনে খুব অস্বস্তি বোধ হয়। এখন প্রশ্ন হচ্ছে এ রকম সমস্যার কারণে আমি মসজিদের গোসলখানায় বা পুকুরে গোসল করতে পারব কি না?

Answer

সাধারণ গোসলের উদ্দেশ্যে ইতেকাফকারী মসজিদ থেকে বের হতে পারবে না। বের হলে ইতেকাফ ভেঙ্গে যাবে। তবে প্রশ্নোক্ত ওজরে এমন করা যেতে পারে যে, ইস্তেঞ্জার উদ্দেশ্যে বের হয়ে ইস্তেঞ্জার পর অযু করতে যতটুকু সময় লাগে সে সময়ের ভিতর গোসল করে নিবে। এক্ষেত্রে গোসল ব্যতীত অন্যান্য কাজ যেমন কাপড় ধোয়া, সাবান ব্যবহার থেকেও বিরত থাকবে।

Read more Question/Answer of this issue