Safar 1432 || January 2011

বেগম আবু তাসনীম - বাসাবো, ঢাকা

২১০৩. Question

মহিলারা ঘরে একা একা নামায পড়ার সময় ইকামত বলবে কি না?

Answer

মহিলাদের জন্য আযান-ইকামতের বিধান নেই। তাদের আযান-ইকামত দেওয়া মাকরূহ। তারা আযান-ইকামত ছাড়া নামায আদায় করবে।

সুনানে বায়হাকী ১/৪০৮; বাদায়েউস সানায়ে ১/৩৭৬; ফাতাওয়া খানিয়া ১/৭৮; ফাতহুল কাদীর ১/২১৯; ফাতাওয়া হিন্দিয়া ১/৫৩; ফাতাওয়া শামী ১/৩৯১

Read more Question/Answer of this issue