Shaban-Ramadan 1429 || August 2008

আবদুলল হাকীম - বরিশাল

১৩৬০. Question

আমাদের এলাকার এক লোক পুরাতন বাড়ি, জমি-জমা কোনো কারণবশত হারিয়ে ফেলে  পরে সে সরকার মারফতে কিছু খাস জমির মালিক হয়। তবে সে মালিকানা নিজের নামে রেজিষ্ট্রি করার আগে মারা যায়। পরবর্তীতে একজন বিত্তশালী ব্যক্তি ঐ জমিগুলো জোরপূর্বক নেওয়ার চেষ্টা করে। কিন্তু ঐ লোকটার তিন ছেলে অনেক টাকা খরচ করে জমিগুলো তাদের নামে রেজিষ্ট্রি করতে সক্ষম হয়। এখন মুফতী মহোদয়ের কাছে আমার আবেদন যে, ঐ লোকটার আরো যে দুই মেয়ে আছে তারা এ সম্পত্তিতে অংশিদার হবে কি না? দলিল-প্রমাণসহ জানালে কৃতজ্ঞ হব।

Answer

প্রশ্নের বর্ণনা অনুযায়ী যেহেতু ঐ খাস জমিগুলো সরকার কর্তৃক তাদের পিতা প্রাপ্ত হয়েছেন এবং সেই ক্ষমতা বলে তার জীবদ্দশায় তিনি সেখানে বসবাস করেছেন। আর এরই ভিত্তিতে পরবর্তীতে ছেলেরা রেজিষ্ট্রি করতে সক্ষম হয়েছে, তাই এই খাস জমি পিতার পরিত্যক্ত সম্পত্তি হিসেবেই গণ্য হবে। সুতরাং এতে লোকটার ছেলে-মেয়ে সকলেই নিজ নিজ অংশ অনুপাতে হিস্যা পাবে। অবশ্য ছেলেরা এ জমির রেজিষ্ট্রি ইত্যাদির পিছনে যা খরচ করেছে তা বোনদের অংশ অনুযায়ী তাদের থেকে নিয়ে নিতে পারবে।

-সহীহ বুখারী ২/৯৯৬; আলমাবসূত সারাখসী ২৯/১৩৮; রদ্দুল মুহতার ৪/১৪২

Read more Question/Answer of this issue