রকীবুল ইসলাম - রায়পুরা, নরসিংদী
১৩৫৯. Question
একদিন আমার তা’লীমী মুরববী আমাকে হুকুম করলেন, বাজার থেকে দু’টি তাল কিনে আনার জন্য। আমি রওনা দিলাম। পথিমধ্যে ঐ হুজুরের এক সাথীর সাথে আমার দেখা হল। তিনি আমাকে বললেন, হুজুরের দু’টি তাল থেকে আমাকে একটি দিয়ে যাবে। এক্ষেত্রে আমার করণীয় কী? আমি কি হুজুরের অনুমতি ব্যতীত উনাকে একটি তাল দিতে পারব?
Answer
না। কারো জিনিস তার অনুমতি ব্যতীত অন্যকে দেওয়া যাবে না।
-মাজাল্লাতুল আহকামিল আদলিয়া মাদ্দা ১৪৬৩; শরহুল মাজাল্লা লিলআতাসী ৪/৪৩৩; ফাতহুল কাদীর ৭/৪১; আদ্দুররুল মুখতার ৫/৫১৭