Shaban-Ramadan 1429 || August 2008

মুহাম্মদ সাইফুল ইসলাম - নওদাকুর্শা, কুষ্টিয়া

১৩৫৭. Question

এক রাত্রিতে আমার স্বপ্নদোষ হয়েছে কিন্তু গোসল না করে শুধু ওযু করে সাহরী খেয়েছি। আমার রোযা কি আদায় হয়েছে? নাকি কাযা করতে হবে?

 

Answer

ঐ রোযাটি আদায় হয়েছে। তার কাযা করতে হবে না। সাহরী খাওয়া এবং রোযা শুরু করার জন্য শারীরিক পবিত্রতা জরুরি নয়। উল্লেখ্য, বিনা কারণে ফরয গোসলে বিলম্ব করা অনুচিত।

-সহীহ বুখারী ১/২৫৮, এলাউস সুনান ৯/১৭৭; মারাকীল ফালাহ ২৬২; আলবাহরুর রায়েক ২/২৭৩; আদ্দুররুল মুখতার ২/৪০০

Read more Question/Answer of this issue