মুহাম্মদ আবদুল্লাহ আল মানসুর - রংপুর
১৩৫৬. Question
আমি ইচ্ছা করেছি যে, আমার মাদরাসায় ছাত্রদেরকে শেষ রাতে ঘুম থেকে জাগানোর জন্য সাউন্ড বক্স ব্যবহার করব। যাতে ধ্বনিত হবে ‘কুরআন মজীদ’-এর সরাসরি কিংবা রেকর্ডকৃত তিলাওয়াতের উচ্চ কণ্ঠে সুমধুর আওয়াজ। যেন ঘুম থেকে ওঠার পর একটি পবিত্র প্রভাব পড়ে। কিন্তু জানতে পারলাম যে, এলার্ম হিসাবে নাকি তেলাওয়াত নাজায়েয। এখন আমি চিন্তিত হয়ে জিজ্ঞাসা করছি যে, আমার উক্ত ইচ্ছাটা এবং তা বাস্তবায়ন করাটা শরীয়ত সম্মত হবে কি না? অথবা আমার উক্ত ইচ্ছা বাস্তবায়ন করার শরীয়তসম্মত পদ্ধতি কী হতে পারে?
Answer
ঘুম থেকে জাগ্রত হওয়ার জন্য কুরআনে কারীমের তিলাওয়াত ব্যবহার করা যাবে না। এতে কুরআনে কারীমের আদব ক্ষুণ্ণ হয়।
-আলমুগনী ৩/৭৭; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩১৬