Shaban-Ramadan 1429 || August 2008

আবু সাদেক - ফার্মগেট, ঢাকা-১২১৫

১৩৫৫. Question

আমাদের ইমাম সাহেব তারাবীর নামাযে সূরার প্রথমে ‘বিসমিল্লাহ’ উচ্চস্বরে পড়েন এবং বলেন,  উচ্চস্বরে ‘বিসমিল্লাহ’ না পড়লে মুক্তাদির তারাবীতে খতমে কুরআন হবে না বা খতমে কুরআনের ছওয়াব পাবে না। ইতোপূর্বে কোথাও এরূপ পড়তে দেখিনি। এমনকি মক্কা ও মদীনা শরীফের মসজিদেও তারাবীতে সূরার প্রথমে এরূপ উচ্চস্বরে পড়তে দেখিনি।

উল্লেখিত বিষয় সম্পর্কে শরীয়তের দৃষ্টিকোণ থেকে মুফতী সাহেবদের মতামত জানতে ইচ্ছা রাখি। আশা করি বাংলা ভাষায় উত্তর দিয়ে বাধিত করবেন।

Answer

নামাযে পুরো কুরআন মজীদ খতম করলে যে কোনো একটি সূরার শুরুতে একবার বিসমিল্লাহ উচ্চ স্বরে পড়া নিয়ম। তাই একবারই উচ্চস্বরে বিসমিল্লাহ পড়বে। একটি সূরা ছাড়া বাকি সূরাগুলোতে নিঃশব্দে বিসমিল্লাহ পড়বে। নামাযে সকল সূরার শুরুতে বিসমিল্লাহ উচ্চস্বরে পড়া অনুত্তম।

প্রশ্নে উল্লেখ নেই যে, ঐ ইমাম সাহেব প্রত্যেক সূরার শুরুতেই জোরে বিসমিল্লাহ পড়ে থাকেন, না পুরো খতমে একবার জোরে পড়েন। যদি তিনি সকল সূরার শুরুতে পড়ে থাকেন তবে তা অনুত্তম হয়েছে। আর যদি যেকোনো এক সূরার শুরুতে পড়ে থাকেন তবে তা ঠিকই আছে।

-আদ্দুররুল মুখতার ১/৪৯১; ইমদাদুল আহকাম ১/৩২৮; ইমদাদুল আহকাম ১/৬৩০

Read more Question/Answer of this issue