মুহাম্মদ যাকারিয়া - বিক্রমপুর
১৩৫২. Question
মলত্যাগ করার পর শুধু পানি ব্যবহার করলে সুন্নতের ছওয়াব পাওয়া যাবে কি? বিস্তারিত জানানোর জন্য অনুরোধ করছি।
Answer
মলত্যাগের পর তিনটি ঢিলা ব্যবহার করা মুস্তাহাব। এটা সহীহ হাদীস দ্বারা প্রমাণিত। তাই ঢিলা বা টিস্যু ব্যবহার না করে শুধু পানি ব্যবহার দ্বারা ঐ মুস্তাহাব আদায় হবে না।
-ফাতাওয়া হিন্দিয়া ১/৪৮; আলবাহরুর রায়েক ১/২৪১; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী ১/২৫; আদ্দুররুল মুখতার ১/৩৩৬