Shaban-Ramadan 1429 || August 2008

মুহাম্মদ আবু বকর - সিরাজগঞ্জ

১৩৪৮. Question

আমি একটি দোকান থেকে কাপড় ক্রয় করেছি। কাপড়টি কাটার পর আমাকে প্যাকেট করে দেয়। এরপর আমার প্রয়োজনেই কাপড়টি দোকানদারের নিকট রেখে যাই। রাতে দোকানের মালামাল চুরি হয়ে যায়। আমার ব্যাগটিও চুরি হয়ে যায়। এখন আমি কি আমার কাপড়ের মূল্য ফেরত নিতে পারব?

Answer

প্রশ্নের বর্ণনা অনুযায়ী কাপড়টি ক্রয় করত হস্তান্তর করার দ্বারা তাতে আপনার মালিকানা প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং ক্রয়-বিক্রয় সম্পন্ন হয়ে গেছে। সুতরাং পরে ঐ কাপড় সেখানে রেখে আসার অর্থ হচ্ছে আপনার পণ্য সেখানে আমানত হিসাবে রেখে এসেছেন। সুতরাং দোকানী তা হেফাযতে কোনো প্রকার ত্রুটি না করে থাকলে এর ক্ষতিপূরণ দিতে সে বাধ্য নয়।

-আহকামুল কুরআন জাসসাস ২/৩৯৩; আদ্দুররুল মুখতার ৫/৬৬২; বাদায়েউস সানায়ে ৫/৩১০

Read more Question/Answer of this issue