মুহাম্মদ রাশেদুল কাদের - ফরিদাবাদ, ঢাকা
১৩৪১. Question
যদি কোনো ছেলের নাম ‘রাবিব’ বা ‘রাববানী’ রাখা হয় তাহলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো অসুবিধা আছে কি?
Answer
রাববী’ অর্থ আমার রব, আমার প্রতিপালক। প্রতিপালক তো একমাত্র আল্লাহ তাআলা। তাই এ শব্দ দ্বারা কোনো মানুষের নাম রাখা বা এ নামে ডাকা জায়েয হবে না। হ্যাঁ, ‘রববানী’ নাম রাখা যেতে পারে।
-ফাতহুল কাদীর ১০/৬০৬; তুহফাতুল মাওদুদ বি আহকামিল মাওলুদ ১০৮; শরহে নববী ২/২০৮; তাকমিলাতু ফাতহিল মুলহিম ৪/২১৭